দুর্গাপুরে বাজেয়াপ্ত করা পাখি মুক্ত করা হল জঙ্গলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩১জানুয়ারীঃ
রবিবার তিনটি জঙ্গলে মুক্ত করা হলো চোরাকারবারিদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ৫৬০টি টিয়া পাখি। উল্লেখ্য, শনিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের বাঁশকোপা টোলপ্লাজায় বাসে করে পাচার হওয়ার সময় পাখিগুলি বাজেয়াপ্ত করে বনদপ্তর আধিকারিকরা। বাসের চালক খালাসী ছাড়াও আটক করা হয় মোহাম্মদ গুড্ডু ও পিন্টু খান নামে দুই ব্যক্তিকে। এই দুইজন পাচারকারী দলের সদস্য বলে বনদপ্তর আধিকারিকদের দাবি। রবিবার দুর্গাপুরের দেউলে দু’শটি, লাউদোহার তিলাবনি ফরেস্টে দু’শটি ও বীরভূমের ওয়াইল্ডলাইফ সেন্টারে ১৬০টি টিয়া পাখিকে মুক্ত করা হয়।
বনদপ্তরের আধিকারিক সোমনাথ চৌধুরী জানান পাখিগুলি ঝাড়খন্ড থেকে আনা হচ্ছিল। উদ্দেশ্য ছিল কলকাতার বাজারে পাচার করার। উত্তরপ্রদেশ, কলকাতা থেকে বাংলাদেশে পর্যন্ত এই পাচারকারীরা সক্রিয় বলে জানান সোমনাথ বাবু।