কাঁকসায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১ফেব্রুয়ারীঃ
কাঁকসার বসুধা থেকে দুই যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।
রবিবার রাত্রে কাঁকসার বসুধায় দুই যুবককে সন্দেহজনক ভাবে বাইকে করে ঘুরতে দেখে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ ওই দুই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথাবার্তায় অসংগতি দেখে তাদের তল্লাশি করে। তল্লাশীতে ওই দুই যুবকের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার হয়।
এর পরেই ওই দুই যুবককে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।
ইলামবাজারের বাসিন্দা শেখ ফিরোজ ও বসুধায় বাসিন্দা অশোক বাড়ুই নামে ওই দুই যুবককে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও।