শুরু হল পানাগড় বাজারে জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪ফেব্রুয়ারীঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পানাগড় বাজারের রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হলো।
প্রসঙ্গতঃ পানাগড় বাজারের উপর দিয়ে গিয়েছে ২নং জাতীয় সড়ক। পানাগড় বাজার এলাকা জুড়ে প্রয়োজনের তুলনায় জাতীয় সড়ক বেশ সরু। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হতো একসময়। ঘন্টার পর ঘন্টা সেই যানজটের ভোগান্তি পোয়াতে হতো যাত্রীদের। তাই যানজটের সমস্যা মেটাতে তৈরি করা হয় পানাগড় বাইপাস। যান চলাচল শুরু হয় পানাগড় বাইপাস দিয়ে। কিন্তু বাজার এলাকা বলে তাতে যানজটের সমস্যা পুরোপুরি মেটেওনি আর বেহাল হয়ে পড়ে পুরাতন দু নম্বর জাতীয় সড়ক।
এবার সেই সরু ২নং জাতীয় সড়ক চওড়ার কাজ শুরু হল। পানাগড় বাজারের উপর প্রায় ৪কিলোমিটার রাস্তা গত কয়েক মাসে পূর্ত দফদতের অধীনে আসার পর দ্রুত শুরু হয়েছে সম্প্রসারণের কাজ।
জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন রাস্তার দুই ধার আপাতত ৫ফুট করে চওড়া করা হবে। রাস্তার উপর যে সমস্ত নিকাশি নালা আছে সেগুলিও সংস্কার করা হবে। এর ফলে পানাগড় বাজারের যে নিত্যদিন যানজটের সৃষ্টি হয় তা থেকে অনেকটাই রেহাই মিলবে।