হিন্দুস্থান পেট্রোলিয়াম বোটানিক্যাল প্লান্টের তরফে দুঃস্থ পড়ুয়াদের লেখাপড়ার সামগ্রী দান
আমার কাথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ৬ফেব্রুয়ারীঃ
বুদবুদের কোটা গ্রামে হিন্দুস্থান পেট্রোলিয়াম বোটানিক্যাল প্লান্টের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে লেখাপড়ার সরঞ্জাম তুলে দেওয়া হল। পাশাপাশি এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য টেবিল ও বেঞ্চ দেওয়া হয়।
হিন্দুস্থান পেট্রোলিয়াম এর আধিকারিকেরা জানিয়েছেন তাঁরা খবর পেয়ে ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মাটিতে বসে পড়াশুনা করে, যা অত্যন্ত কষ্টকর শীত কালে। তাই তাঁরা অনেক আগেই বিদ্যালয়ের হাতে সমস্ত সামগ্রী তুলে দিতে চেয়েছিলেন কিন্তু লক ডাউনের জন্য এই অনুষ্ঠান পিছোতে হয়।
শুক্রবার স্থানীয় কয়েকজন ছাত্রছাত্রীর হাতে বিদ্যালয়ের সরঞ্জাম তুলে দিলেও বাকি ছাত্রছাত্রীদের বিদ্যালয় খোলা হলে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিকরা।