হলদিয়া থেকে পানাগড়ে গ্যাস সরবরাহের সূচনা করলেন প্রধানমন্ত্রী
আমার কাথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৭ফেব্রুয়ারীঃ
হলদিয়া থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে পানাগড় শিল্পতালুকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন হলদিয়া থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে পানাগড় শিল্পতালুকে গেইল সংস্থার গ্যাস সরবরাহ উদ্বোধন করেন।
পানাগড় শিল্পতালুকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ সুনীল মন্ডল, ম্যাটিক্স সার কারখানার আধিকারিকরা ও গেইল সংস্থার আধিকারিকরা সহ অন্যান্যরা।
জানা গেছে গ্যাসের অভাবে প্রায় দু বছর ধরে বন্ধ ছিলো ম্যাটিক্স সার কারখানা। তবে গ্যাসের সরবরাহ শুরু হওয়ায় শীগ্রই কারখানার অন্যান্য বিভাগের কাজ শুরু হবে বলে জানা গেছে। পাশাপাশি আজকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে আগামী দিনে পানাগড়ের অন্যান্য শিল্প সংস্থার প্রসার ও এলাকার উন্নয়ন সাথে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে বলে অনুমান স্থানীয়দের।