সমকাজে সম বেতন না পেলে চলবে আন্দোলন, পরিষেবা বন্ধ করে বিক্ষোভ দুর্গাপুর নগর নিগমের সাফাইকর্মীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮ফেব্রুয়ারীঃ
সম কাজে সমবেতন এই ছিল দাবি আর এই দাবিতেই দুর্গাপুর নগর নিগমের সাফাইকর্মীদের একটি বড় অংশ সোমবার বিক্ষোভ দেখালেন। তাঁরা এদিন কাজ বন্ধ করে গণছুটি নিয়ে অনশন আন্দোলন শুরু করেন। আগামী বুধিবার পর্যন্ত্য তাঁরা এই অনশন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। তাদের অভিযোগ ন্যায্য মজুরী তাদের দেওয়া হচ্ছে না আর এই ন্যায্য মজুরীর দাবি তাঁরা দুর্গাপুর নগর নিগপমকে বারংবার জানালেও তাদের কথায় কর্ণপাত করা হচ্ছে না। তাই তাঁরা বাধ্য হয়ে এই আন্দোলনের পথে পা বাড়িয়েছেন। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মা, মাটি মানুষের কথা বলেন অথচ আমরাই আজও অবহেলিত, শোষিত, বঞ্চিত। আমরা না পাচ্ছি ন্যায্য মজুরী, না পাচ্ছি ই এস আই, না পাচ্ছি পি এফ সহ কোনো সুযোগ সুবিধা।
সোমবার দুর্গাপুর নগর নিগমের পরিষেবা বন্ধ করে দিয়ে তাঁরা আন্দোলনে নামেন, সাথে এও হুঁশিয়ারী দেন যে সম কাজে সমবেতন সহ মোট যে পনেরো দফা দাবিতে তাঁরা আন্দোলন শুরু করেছেন তা বুধবার পর্যন্ত্য চালাবেন কিন্তু তাতেও যদি প্রশাসন উদাসিন থাকে তাহলে তাঁরা বড় আন্দোলনের পথে পা বাড়াবেন।