লকডাউন, বি-২ এর অসহায় মানুষদের পাশে নিউটাউনশিপ থানার পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯মার্চঃ
করোনা ভাইরাসের প্রকোপ থেকে সাধারন মানুষকে বাঁচাতে রাজ্য তথা সারা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনে এমারজেন্সি ছাড়া ঘরের বাইরে না বেরোনোর আবেদন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে সরকারের এই নির্দেশিকাকে পালন করাতে নরমে গরমে সদর্থক ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। একদিকে যখন সাধারন মানুষ কার্যত স্বপরিবারে নিজেদের ঘরবন্দী করে নিয়েছে সেখানে পথে নেমে করোনা মোকাবিলা করতে দেখা যাচ্ছে পুলিশকে। যারা করোনার প্রভাবের ব্যপারে উদাসিন হয়ে এখনও থেকে থেকেই পথে ঘাটে বেরিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে রুদ্র মূর্তি ধরতে দেখা যাচ্ছে পুলিশকে। আবার এই গরম পুলিশের নরম চেহারা দেখা যাচ্ছে যখন শোনা যাচ্ছে অমুক জায়গায় বয়োজ্যেষ্ঠরা কিংবা অসহায় কিংবা দুঃস্থ মানুশজন প্রায় অভুক্ত হয়ে রয়েছে ঠিক সেখানেই পৌঁছে যাচ্ছে পুলিশ। আজ অর্থাৎ রবিবার এরকমই নরম পুলিশের চেহারা দেখল এম এ এম সি টাউনশিপের বি-২ ডাউন এলাকার দুঃস্থ মানুষগুলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউটাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদ্দারের উদ্যোগে ওই এলাকার অসহায় মানুষদের ঘরে চাল, ডাল, সবজি পৌঁছে দেন। পাশপাশি ওই থানার অন্তর্গত এলাকাগুলির বাসিন্দাদের এও বার্তা পৌঁছে দেওয়া হয় যে, যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাঁরা তাহলে যেন নির্দ্বিধায় যেন নিউটাউনশিপ থানার পুলিশকে খবর দেন।