এখনও ধাতস্ত হননি তৃণমূল সাংসদ সুনীল মন্ডল, বিজেপির সভামঞ্চে ভুলে ভরা ভাষণ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৮ফেব্রুয়ারীঃ
বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল এখনও পদ্ম শিবিরের ভাষায় সড়গড় হয়ে উঠতে পারেননি তার জলজ্যান্ত উদাহরন দেখা গেল কাঁকসায় বিজেপির সভাতে। প্রথমতঃ মঞ্চে দীর্ঘ বক্তব্য রাখতে গিয়ে প্রচুর ভুলে ভরা বক্তব্য রাখতে দেখা গেল সুনীল মন্ডলকে। কখনও কাস্মীরের ৩৭০ ধারার কথা বলতে গিয়ে তা ৩৫৬ ধারা বলে ফেলেন তো আবার কখনও বিজেপির মঞ্চে জয় শ্রীরাম ধ্বনি দিতে গিয়ে জয় সিয়ারাম বলে ওঠেন বাম থেকে তৃণমূল ঘুরে বিজেপিতে আসা সুনীল মন্ডল। এমনকি গতকাল অর্থাৎ রবিবার গেইলের অনুষ্ঠানে পানাগড় শিল্পতালুকে গেইলকে জেল বলতে শোনা যায় যা পরে গেইল আধিকারিকরা সংশোধন করে দেন।
এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর সুনীল মন্ডলের আজকের এই সভা ছিল সুনীল মন্ডলের প্রথম সভা, আর এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে এত দীর্ঘ বক্তব্যে বিজেপির অন্যান্য কার্যকর্তারা যে যথেষ্ট বিরক্ত ছিল তা তাদের ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছিল। এদিনের সভামঞ্চ থেকে তিনি দাবি করেন রাজ্যে কেউ যদি শাসকদলের বিরুদ্ধে কথা বলে তাহলেই তাঁকে গাঁজা কেসে জেল ভরা হচ্ছে আর সাথে তিনি এও দাবি করেন যে থানায় গাঁজা আফিমের চাষ হয়।
তবে এদিনের সভা মঞ্চ থেকে বিজেপির প্রচারের থেকে বেশি পি কে নিয়েই তিনি নিজের ক্ষোভ উগরে দিলেন সারাক্ষণ।