অন্ডালে জাতিগত শংসাপত্র বিতরন
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১১ফেব্রুয়ারীঃ
অন্ডালের দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে ক্যাম্প করে বৃহস্পতিবার আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হলো জাতিগত শংসাপত্র। ”দুয়ারে সরকার”- প্রকল্পে যেসব আবেদনকারীরা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে এদিন মোট আড়াইশো জনকে শংসা পত্র দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রুমা বাউরি, উপপ্রধান অনন্ত ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালোবরন মন্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ব্লক আধিকারিকেরা।
অনন্ত বাবু জানান রাজ্যজুড়ে ”দুয়ারে সরকার” প্রকল্প চলছে। সেই প্রকল্পে জাতিগত শংসা পত্রের জন্য যেসব বাসিন্দারা আবেদন করেছিলেন একদিন তাদের শংসা পত্র দেওয়া হলো। তিনি বলেন আগে জাতিগত শংসা পত্র পাওয়ার জন্য অজ্ঞতার কারণে আবেদনকারিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। দুয়ারের সরকার প্রকল্পের কারণে সেই সমস্যার সমাধান হয়েছে। সঠিক কাগজপত্র সহ এখন ক্যাম্পে আবেদন করলে সহজেই শংসাপত্র পাওয়া যাচ্ছে।