রাজবাঁধে জাতীয় সড়কে গ্যাস ট্যাংকার উল্টে জখম ১
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ফেব্রুয়ারীঃ
কাঁকসার রাজবাঁধে দু নম্বর জাতীয় সড়কে কোলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের ট্যাংকার উলটে গুরুতর আহত ট্যাংকারের খালাসি।
বৃহস্পতিবার দুপুরে রাজবাঁধের কাছে দুর্গাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের ট্যাংকার উলটে যাবার পরই ট্যাংকার ছেড়ে পালায় চালক। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত ট্যাংকারের খালাসিকে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে দুটি ক্রেনের সাহায্যে ট্যাংকারটি অন্যত্র সরানো হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানজট।