এবার কাঁকসায় পুলিশকর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হতে চলেছে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ফেব্রুয়ারীঃ
শুক্রবার পুলিশ কর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে তাই পুলিশ কর্মীদের মধ্যে যাতে কোনো রকম ভয় বা কোনো রকম জিজ্ঞাসা থাকে সেই বিষয় নিয়ে বৃহস্পতিবার কাঁকসা থানা প্রাঙ্গনে পুলিশ কর্মীদের নিয়ে বৈঠক করলেন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH বিপ্লব মন্ডল।
তিনি জানিয়েছেন শুক্রবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১০০জন পুলিশ কর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। তাই ভ্যাকসিন নিয়ে পুলিশ কর্মীদের মধ্যে কোনো রকম ভয় না থাকে সেই বিষয়ে তাদের সচেতনতার প্রচার করা হয়।
পাশাপাশি যাদের মনে ভ্যাকসিন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করাও ছিল এদিনের উদ্দেশ্য।
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH বিপ্লব মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা ও কাঁকসা থানার ভার প্রাপ্ত আই সি অর্ণব গুহ সহ থানার আধিকারিকরা।