খড়গপুরে এবার ৬,০০০ দুঃস্থ পরিবারের খাদ্যের ব্যবস্থায় ব্যবসায়ীদের সাথে একসাথে জেলা প্রশাসন
আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ২৯মার্চঃ
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় করোনা মোকাবিলায় এবার অনেক বড় পদক্ষেপ নিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। খড়গপুর মহকুমার বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী ছয় হাজার দুঃস্থ পরিবারের হাতে শনিবার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল জেলা প্রশাসনের পক্ষ থেকে। খড়গপুর মহকুমার বিভিন্ন ওয়ার্ডে দিন আনা দিন খাওয়া ওই পরিবারগুলো লকডাউনের কারনে বলতে গেলে একপ্রকার অভুক্তই দিন কাটাচ্ছিলেন। তাদের ওই অবস্থার কথা বুঝে স্থানীয় ব্যবসায়ীমহল এগিয়ে আসেন। তাঁরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে ওই ছয় হাজার পরিবারের জন্য প্রায় এক মাসের খাদ্যের ব্যবস্থা করে। এদিন জেলাশাসক রোশনী কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, মহকুমা শাসক বৈভব চৌধুরী পরিবার পিছু ৫কেজি চাল, ১কেজি ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি সামগ্রী তুলে দেন।