দুর্গাপুরে শুরু হল প্রথম সঙ্গীত মেলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ফেব্রুয়ারীঃ
শুরু হল সংগীত মেলা। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে শ্রুতি মিউজিক্যাল গ্রুপ একাডেমির পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি। এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এবং বিশিষ্টজনেরা। করোনা পরিস্থিতি কাটিয়ে প্রায় ২৫০জন শিল্পীদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়।
এদিন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি বলেন “দুর্গাপুরে শুধু বাকি ছিল এরকম সঙ্গীত মেলার, সেই মেলা শুরু হল এ বছর থেকে। এক মঞ্চে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা সংগীত পরিবেশন করতে পারবেন।”
পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সহ অন্যান্য জেলার শিল্পীরা উপস্থিত রয়েছেন।। শুক্রবার থেকে শুরু এই মেলা চলবে রবিবার পর্যন্ত। আসছেন সঙ্গীতপ্রিয় দর্শকরা। দুর্গাপুরে প্রথম এই সঙ্গীত মেলা শুরু হওয়ায় খুশি দুর্গাপুরবাসী। সঙ্গীত মেলার মঞ্চ থেকে প্রায় ৭০ জন সংগীতশিল্পীকে আর্থিক সাহায্যও দেওয়া হবে বলে জানা গিয়েছে। করোনার কারনে প্রায় এক বছর ধরে বন্ধ ছিল সঙ্গীত সাধনা। ফলে সংগীত শিল্পীরা আর্থিকভাবে যেমন পিছিয়ে গিয়েছিলেন, তেমনি হতাশা গ্রাস করছিল তাদের। সেই জন্য সেই সমস্ত সঙ্গীত শিল্পীরাও অংশগ্রহণ করেন এই সঙ্গীত মেলায়।
প্রসঙ্গতঃ কলকাতায় সঙ্গীত মেলা হলেও শহর দুর্গাপুরে এর আগে কোনদিন সংগীত মেলা হয়নি, এবার শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সঙ্গীত মেলা শুরু হওয়ায় একদিকে যেমন খুশি সংগীতশিল্পীরা অপরদিকে তেমনি খুশি দুর্গাপুরবাসী।