মতুয়ারা আর বিজেপির পাশে নেই, কাঁকসায় এসে দাবি মমতা বালা ঠাকুরের
পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৩ফেব্রুয়ারীঃ
মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপির পাশে নেই। নাগরিকত্ব নিয়ে বিজেপি যে ভাওতাবাজি দিয়েছিলো তা মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরে গেছে। তাই অমিত শাহ এর সভায় অমিত শাহ বক্তব্য রাখার আগেই মতুয়া সম্প্রদায়ের মানুষ নিজেদের আসন ছেড়ে সভাস্থল থেকে চলে যায়।বিজেপি এখন বলছে করোনা ভাইরাসের ভ্যাকসিন যতদিন সব দেওয়া না হোচ্ছে ততদিন নাগরিকত্ব নিয়ে কিছু হবে না।আসলে তাদের কাছে কিছু নেই যে তারা নাগরিকত্ব দেবে। কাঁকসার সভায় এসে বললেন প্রাক্তন সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংঘতিপটি,তথা মতুয়া উন্নয়ন পর্ষদের সদস্য মমতা বালা ঠাকুর।
এদিন বনগাঁ উত্তরের বিধায়ক বিজেপিতে যাওয়ার পর বেসুরো হয়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন বিশ্বজিৎ দাস যদি তৃণমূলে ফিরতে চায় সেটা দল নির্ধারণ করবে তাতে তাদের কোনো সমস্যা নেই। আসন্ন নির্বাচনে মতুয়া সম্প্রদায়কে দলে টানতে শনিবার কাঁকসার এগারো মাইল ও কাঁকসার মিনি বাজার এলাকায় দুটি সভা করেন মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে। এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সি, ব্লকের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি,তৃণমূল নেতা চিন্ময় মন্ডল,কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং, বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি সহ অন্যান্যরা।