ভালবাসার দিনে ভালবেসে বয়োজ্যেষ্ঠেদের ‘নমন’ নিউটাউনশিপ থানার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ফেব্রুয়ারীঃ
বৃদ্ধ বয়সের একাকীত্বে আসে অনেক সমস্যা, আর সেই সমস্যায় বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর পাশে দাঁড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ কর্মসূচী ‘নমন’।
আমাদের সমাজের অনেক বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যায় যাদের সন্তানেররা কাজের তাগিদে হয়ত দেশের বাইরে গেছেন কিংবা বয়স্ক বাবা মায়েদের দেখাশুনার যে দায়িত্ব বা কর্তব্যবোধ সেই মানবিকতার বিসর্জন দিয়েছে, সেই সমস্ত মানুষগুলি একাধারে যেমন একাকীত্বে ভোগেন তেমনই কাজকর্মের ক্ষেত্রেও তাদের শারীরিক অক্ষমতা বাধার সৃষ্টি করে। এই বোধ থেকেই মূলত পুলিশের এই নমন অনুষ্ঠান। যেখানে তাঁরা সমাজের এই বয়স্ক মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আজ ১৪ফেব্রুয়ারী ভালবাসার দিনে এই বয়স্ক মানুষদের ভালবেসে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার উদ্যোগে নমনের এইটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বয়োজ্যেষ্ঠদের নিয়ে।
এদিন ছিল নিউটাউনশিপ থানার ৪৮ তম বর্ষপূর্তি। এই বর্ষপূর্তির দিনে ওই থানার অন্তর্গত এলাকায় যে সকল বয়স্ক মানুষজন বসবাস করেন তাদের নিয়ে একটি হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রপ্তিযোগিতায় মোট ৫০ জন বয়স্ক মানুষ অংশ নেন। হাঁটা প্রইতযোগিতা শুরু হয় এইচএসসি কলোনির রোটারী থেকে আর শেষ হয় স্যান্টোস ক্লাবের মাঠে গিয়ে। প্রতিযোগিতা শেষে সেখানে তাদের সম্মান জ্ঞাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি(কাঁকসা) আসকত গর্গ, থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদ্দার, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, বিধাননগরের একটি বেসরকারী হাসপাতালের কর্ণধার সত্যজিৎ বোস, আইনজীবী আয়ুব আনসারি সহ আরো অনেকে।
এদিনের ‘নমন’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাথে সম্মাননা পেয়ে যথেষ্ট আপ্লুত এলাকার বয়োজ্যষ্ঠ মানুষজন।