সরকার গড়তে তৃণমূল বিজেপি জোট বাধতে পারে, তাদের রুখতে বামেদের ভোটের আবেদন সূর্যকান্ত মিশ্রের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ফেব্রুয়ারীঃ
রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে একমাত্র বামেরাই তাই আসন্ন বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক দল বিজেপি কিংবা তৃণমূলকে নয় বামেদের ভোট দেওয়ার আবেদন জানালেন সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র। রবিবার দুর্গাপুরের বামুনাড়ায় একটি দলীয় কর্মীসভায় অংশ নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, যদি বিধানসভা নির্বাচনে্র ফল ত্রিশঙ্কু হয় তাহলে বিজেপির সাথে জোট বেধে সরকার গড়বে তৃণমূল তাই বিজেপি আর তৃণমূলকে এত কম ভোট দিতে হবে যাতে তাঁরা জোট বেধেও কিছু না করতে পারে এমনই আবেদন রাখলেন এই বাম নেতা।
এছাড়াও এদিন সূর্যকান্তবাবু কৃষি আইন বাতিলের দাবিতে,শ্রম কোড বাতিলের দাবিতে সরব হন। পাশাপাশি ১০০ দিনের কাজের দিন বাড়িয়ে তা ২০০ দিন করার দাবি ও ১০০ দিনের বেতন বৃদ্ধির দাবি ও বেকারদের জন্য কর্ম সংস্থানের জন্য নতুন শিল্পের দাবিও জানানো হয় সভা মঞ্চ থেকে।
এদিন কাঁকসা দুর্গাপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বাম কর্মী সমর্থক মিছিল করে এসে সভায় যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন CPIM এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, জেলা কমিটির সদস্য গৌরাঙ্গ চ্যাটার্জি, বিরেস্বর মন্ডল,অলোক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।