ফের জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধে পড়ল পোস্টার, এবার লাউদোহায় চাঞ্চল্য
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৫ফেব্রুয়ারীঃ
পান্ডবেশ্বরের পর এবার লাউদোহায় এলাকার বিধায়ক এর বিরুদ্ধে পোস্টার পড়ল আর তাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। সোমবার সকালে দুর্গাপুরের লাউদোহার তিলাবনী জঙ্গল সংলগ্ন বাস স্ট্যান্ড, সরপি মোড়ে সংলগ্ন একটি হোটেলের দেওয়াল ও লাউদোহার মাজিপাড়ায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারীর বিরুদ্ধে পোস্টার পড়ে। যেখানে লেখা রয়েছে চোর বিধায়ককে আর চাইনা, লেখা রয়েছে বালি চোর এম. এল. এ আর নেই দরকার।
উল্লেখ্য চলতি মাসের তিন তারিখে পাণ্ডবেশ্বর রেল স্টেশনে জিতেন্দ্র তেওয়ারীর বিরুদ্ধে এরকমই পোস্টার পড়েছিল, তখন শোরগোল পড়ে গিয়েছিল গোটা পশ্চিম বর্ধমান জেলাতে। ফের সোমবার সকালে লাউদোহার বেশ কয়েকটি জায়গায় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারীর বিরুদ্ধে পোস্টার পড়ায় অস্বস্ত তে পড়েছে দল। বিধায়কের বিরুদ্ধে কে বা কারা এই পোস্টার দিচ্ছে সেই নিয়ে দলের মধ্যে উঠছে তদন্তের দাবি। যদিও তৃণমূল দলের পক্ষ থেকে এদিনের পোস্টার কাণ্ড নিয়ে কোনো প্রতিক্রিয়া মিলেনি। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিরোধী গোষ্ঠীর লোকেরা এই কাজ করে থাকতে পারে বলে মনে করছে দলের নীচুতলার কর্মীরা।