নয়া প্রকল্প ‘মা’ এর উদ্বোধন, দুর্গাপুর নগর নিগমে ডিম ভাত খাওয়ানো হল ৫০ জনকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ফেব্রুয়ারীঃ
রাজ্যের সাধারন মানুষের কথা ভেবে একের পর এক প্রকল্পের সূচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো প্রকল্প দিয়ে ব্লতে গেলে একপ্রকার ‘ছক্কা’ মেরেছে রাজ্য সরকার এমনতাই মত রাজনৈতিক মহলের একাংশ। এবার আরো একটি নতুন প্রকল্পের সূচনা হল আজ সোমবার। রাজ্যের মূলতঃ দুঃস্থ মানুষদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘মা’ এর ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা বন্দোপাধ্যায়। স্বাস্থ্যসাথী কিংবা দুয়ারে সরকারের মতো এই ‘মা’ প্রকল্পও যে বেশ সাড়া ফেলবে সে ব্যাপারেও আশাবাদী শাসকদল।
এদিন দুপুর সারে তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী ভার্চ্যুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করলেন। দুর্গাপুর নগর নিগমেও এই প্রকল্পের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর দ্বারা। এই প্রকল্পের আওতায় সাধারন মানুষ পাবেন পেট ভরে ভাত, ডাল একটি সব্জি আর দিম দিয়ে পেট ভরে খাওয়ার সুযোগ। দুর্গাপুর নগর নিগমে প্রথম দিনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার, সকল পুরপিতা, পুরমাতা ও মেয়র পারিষদেরা। মোট ৫০ জন মানুষকে এদিন এই প্রকল্পের আওতায় খাওয়ানো হয়। দুটি সয়ম্ভর গোষ্ঠীর উপর দায়িত্ব ছিল রান্নার। আজ এই প্রকল্পের সঊচনা হলেও রোজই এই ভাবেই সাধারন মানুষজনকে খাওয়ানো হবে বলে দুর্গাপুর নগর নিগম সুত্রে জানানো হয়। আগামী দুদিন ২৫নং ওয়ার্ড থেকে খাওয়ানো হবে এই প্রকল্প থেকে।