উখরায় ১০০টি দুঃস্থ পরিবারকে খাদ্যের যোগান দিতে তাদের দোরে পৌঁছে গেলেন ফাঁড়ির আধিকারিক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮মার্চঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রাজ্য তথা দেশব্যাপী চলছে লকডাউন। এই লকডাউনের প্রথম ও প্রধান শর্তই হল নিজেদের ঘরবন্দী করে নিয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করা। আর এই শর্ত মানুষ যাতে যথাযথ পালন করে তার জন্য পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে নজরদারি চালাচ্ছে। তাছাড়া অধিকাংশ সাধারন মানুষও আজ এটা উপলব্ধি করতে পারছে যে এই মারনব্যাধি থেকে বাঁচার একমাত্র উপায় সাবধানতা অবলম্বন করে ঘরের মধ্যেই থাকা। তাই যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী খাবার খাদ্যাদিও ঘরে মজুত করে নিয়েছেন তাঁরা। ফলে খুব প্রয়োজন না পড়লে ঘরের বাইরে সেভাবে হয়ত বেরোনোর প্রয়োজন পড়ছে না তাদের। কিন্তু মানুষজনের ঘরবন্দীর কারনে সব থেকে বেশী সমস্যা পড়তে হয়েছে যাদের তাঁরা হল দুঃস্থ মানুষগুলো। কারন তাঁরা আর্থিক দিক থেকে এতটাই অক্ষম যে ঘরে খাবার মজুত করার মতো পরিমিত অর্থ তাদের নেই। তাই তাদের কথা ভেবে পুলিশ প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উখরা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক লক্ষ্মীনারায়ন দে উখরা ও খান্দরা পঞ্চায়েতে বসবাসকারী একশটি দুঃস্থ পরিবারের হাতে ৫কেজি চাল, ৪কেজি আলু ও ১কেজি ডাল পৌঁছে দিলেন