দুর্গাপুরে প্রাচীন রাঢ়েশ্বর শিবতলার মেলার মিলল না অনুমতি, প্রশ্ন উঠছে কল্পতরু মেলা নিয়ে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ফেব্রুয়ারীঃ
করোনার জেরে এবার বন্ধ কাঁকসার বামুনাড়া এলাকার বহু প্রাচীন রাঢ়েশ্বরশিব মন্দিরের মেলা। আজ থেকে প্রতিবছরের মতো এবছরও মেলা বসার এবং শিবমন্দিরে পুজোর শুভারম্ভ হওয়ার কথা থাকলেও কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের থেকে মেলা বসার কোনো অনুমতি দেওয়া হয় নি। কাঁকসার রাঢ়েশ্বর শিব মন্দির নামে পরিচিত এই মন্দিরে বহু মানুষ পুজোর সময় ভিড় জমান। দূর দূরান্ত থেকে ভক্তরাও ভিড় জমায় এই মন্দিরের পুজোয়। এবছর পুজোর আয়োজন হলেও মেলা বসানোর জন্য কোনরকম অনুমতি দেওয়া হয়নি মেলা কমিটিকে কাঁকসা মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের। মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন মেলা না বসানোর জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় নি। আর পঞ্চায়েতের অনুমতি না পাওয়ার পরেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার মানুষ। যেখানে দুর্গাপুরের কল্পতরু মেলা এবং নানান উৎসবের মেলা বসার জন্য অনুমতি মেলে সেখানে বহু প্রাচীন শিব মন্দিরের পুজোয় মেলা বসলে সমস্যা কোথায়?
প্রতি বছর মেলার সময় বহু ব্যবসায়ীরা ব্যবসার সামগ্রীর নিয়ে দোকান বসান মেলা প্রাঙ্গনে। তেলেভাজা থেকে মিষ্টির দোকান সহ অন্যান্য জিনিসের দোকানও বসে এখানে। প্রতি বছর মেলার সময় ব্যবসায়ীরা তাদের বেচাকেনা করে কিছু লাভের মুখ দেখেন তবে এ বছর মেলা বসার অনুমতি না মেলায়, মেলায় দোকান বসাতে এসেও ফিরে যেতে হলো দোকানদারদের।