বুদবুদে জাতীয় সড়কে লরির সাথে গাড়ির ধাক্কায় জখম ৫
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ১৯ফেব্রুয়ারীঃ
বুদবুদের কোটা মোড়ের কাছে ২নং জাতীয় সড়কের উপর লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়ির ধাক্কা। গুরুতর আহত ৫ জন যাত্রী। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। জানা গেছে শুক্রবার সকালে একটি ছোট গাড়ি বুদবুদ হয়ে গুসকরার দিকে যাওয়ার সময় কোটা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৫ জন তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গেছে।