পেট্রোলের দাম আন্তর্জাতিক স্তরে নিয়ন্ত্রিত হয় যা তৃণমূলের অশিক্ষিত মানুষরা জানেনই না-অগ্নিমিত্রা
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ১৯ফেব্রুয়ারীঃ
অশিক্ষিত অর্ধ শিক্ষিত মানুষরাই তৃণমূলে জুড়েছে। তারা জানে না যে তেলের দাম আন্তর্জাতিক স্তরে দেশে লাগু হয়। এতই যদি তাঁদের বাংলার মানুষের জন্য মন কাঁদছে তাহলে পশ্চিমবঙ্গে তেলের উপর যে ট্যাক্সটা জোড়া হোচ্ছে সেটা ছেড়ে দিলেই তো হয়ে যায়। প্রতিবাদ যদি করতেই হয় তবে শুধু তেল নিয়ে প্রতিবাদ কেন, বাংলায় প্রতিনিয়ত মহিলারা ধর্ষিতা হচ্ছে, সাধারণ মানুষকে মেরে গাছে ঝুলিয়ে দিছে, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। শুধু মাত্র একটা বিষয় নিয়ে প্রতিবাদ হলে মুশকিল।
তৃণমূল সরকার রক্তের খেলা খেলে এসেছে। ‘খেলা হবে’ ‘খেলা হবে’ বলে কপি করছে,এটা তো ওদের স্লোগান নয়। ওরা তো ভালো পারে চিটিং করতে।
তৃণমূল রক্ত নিয়ে খেলা করেছে বাংলার মানুষের যে ন্যায্য পাওয়া সেটা নিয়ে খেলা করেছে। বাংলার মানুষও খেলা করতে করতে ওদের বাংলা থেকে ছুঁড়ে ফেলে দেবে। বুদবুদের সভায় বললেন বিজেপির রাজ্য সভা নেত্রী অগ্নিমিত্রা পল।
শুক্রবার বুদবুদে পরিবর্তন যাত্রা কর্মসূচির সভা অনুষ্ঠিত হয় বুদবুদ বাজারে। এদিন সভায় উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, সাংসদ সুনীল মন্ডল, বিজেপির রাজ্য সহ সভানেত্রী মাফিজা খাতুন,বর্ধমান সদরের জেলা সভাপতি সন্দীপ নন্দী, দিগ্বিজয় সিং সহ অন্যান্যরা। বর্ধমান থেকে পরিবর্তন যাত্রার রথ বিভিন্ন এলাকা ঘুরে এদিন বুদবুদে এসে পৌঁছায়। সেখানে সভার পর পরিবর্তন যাত্রার রথ পড়ি দেয় কাঁকসার গোপালপুরে। সেখানেও একটি সভা করেন বিজেপির নেতা নেত্রীরা।