বিজেপির অপশাসন ও অপপ্রচারের বিরুদ্ধে পান্ডবেশ্বরে কেকেএসসির বাইক মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯ফেব্রুয়ারীঃ
কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধি নীতি ও রাজ্য বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে বাইক মিছিল কর্মসূচি করল তৃণমূল প্রভাবিত খনি শ্রমিক সংগঠন কেকেএসসি। আসন্ন বিধানসভা ভোটের খনি শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে দাবি শ্রমিক নেতাদের।
শুক্রবার সকাল দশটা নাগাদ বাইক মিছিলটি শুরু হয় বহুলা পঞ্চায়েতের পদ্মাবতী মন্দির স্থল থেকে। বহুলা, হরিপুর, ছড়া পঞ্চায়েত হয়ে কেন্দ্রা পঞ্চায়েতের পাণ্ডবেশ্বর অজয় নদীর তীরে পঞ্চপান্ডব মন্দিরে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে প্রায় সাত হাজারের বেশি বাইক অংশ নেয় বলে সংগঠনের দাবি। উপস্থিত ছিলেন কেকেএসসি সংগঠনের মহাসচিব হরেরাম সিংহ,তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা।
শ্রমিক নেতা হরেরাম সিংহ জানান এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চলগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে খনির শ্রমিকদের। কারণ জেলার ন’টি বিধানসভার মধ্যে খনি অঞ্চলে রয়েছে সাতটি বিধানসভা (দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বাদে)। এই আসনগুলিতে খনিশ্রমিকদের ভোট খুবই গুরুত্বপূর্ণ। এইসব এলাকার মোট ভোটারের একটা বড় অংশ হচ্ছে খনি শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই তাদের ভোট খুব গুরুত্বপূর্ণ বলে হরে রামবাবু দাবি করেন।
অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারি কর্পোরেট সংস্থাগুলির হাতে বিক্রি করে দিচ্ছে। কয়লা শিল্পকেও বেসরকারিকরণ করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি লাগাতার অপপ্রচার চালাচ্ছে রাজ্যে। রাজ্য জনগণ রাজ্যের মনীষীদের অপমান করা হচ্ছে। আসন্ন ভোটের বাংলার মানুষ অপপ্রচারের জবাব দিবে। এদিনের বাইক মিছিল প্রসঙ্গে নরেন্দ্রনাথ বাবু বলেন আজকের এই বিশাল মিছিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে। কাউকে কোন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অথবা জোর করে আনা হয়নি।
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারী পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকে এলাকার বিধায়ক জিতেন্দ্রর তেওয়ারির নেতৃত্বে বাইক মিছিল হয়। সেই মিছিলে অনেকে ভুল বুঝিয়ে আনা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে সম্ভবত নরেন্দ্রনাথ বাবুর এই বক্তব্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও একই দলের পরপর পৃথক বাইক মিছিল গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ বলে মনে করছেন অনেকে। যদিও মিছিলে অংশ নেওয়া নেতারা গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে রাজি নয়। তারা বলেন আজকের মিছিলটি দলের নয় শ্রমিক সংগঠনের। পাণ্ডবেশ্বর দল ঐক্যবদ্ধ আছে বলেও দাবি করেন তারা।