একুশের ভোটযুদ্ধের প্রস্তুতি শুরু, রাজ্যের সাথে দুর্গাপুরে এলো কেন্দ্রীয় বাহিনী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ফেব্রুয়ারীঃ
একুশের মহারনের প্রস্তুতি শুরু। রাজ্য এলো কেন্দ্রীয় বাহিনী। প্রথম ধাপে ১২ কোম্পানী বাহিনী আসছে রাজ্যে। আশ্মীর থেকে একটি বিশেষ ট্রেন আজ অর্থাৎ শনিবার এসে পৌঁছোয় দুর্গাপুরে। এই ট্রেনে ২ কোম্পানী আধা সামরিক বাহিনী আসে দুর্গাপুরে। এই ২ কোম্পানী আধা সামরিক বাহিনী সি আর পি এফ বলে জানা গিয়েছে। তবে এদের দুর্গাপুর থেকে আজই বীরভূম ও বাঁকুড়ায় পাঠিয়ে দেওয়া হবে। বাকি ১০ কোম্পানিকে পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। এদের মূল কাজ হবে এরিয়া ডমিনেশন।
প্রসঙ্গতঃ আগামী ২৫শে ফেব্রুয়ারীর মধ্যে মোট ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছোবে রাজ্যে। তবে ভোটারদের আস্বস্ত করতে এখন থেকেই রুটমার্চ শুরু করতে পারে।