লাগাতার পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পানাগড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২০ফেব্রুয়ারীঃ
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকাল থেকেই পানাগড় বাজারে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন পানাগড় বাজারে অবস্থান বিক্ষোভে যোগ দেন কাঁকসা ব্লকের যুব তৃনমূলের সহ-সভাপতি সমরেশ ব্যানার্জি, তৃণমূল নেতা চিন্ময় মন্ডল সহ অন্যান্যরা। এদিন তৃণমূল কর্মীরা রাস্তার উপরে খালি গ্যাসের সিলিন্ডার রেখে প্রতিবাদে সরব হন।
কাঁকসা ব্লক যুব তৃনমূলের সহ-সভাপতি সমরেশ ব্যানার্জি বলেন যেভাবে নিত্যদিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বেড়েই চলেছে তার ওপর রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি দিনের পর দিন বেড়েই চলেছে। কেন্দ্র সরকারের এই বিষয়ে কোনো হেলদোল নেই। এরই প্রতিবাদে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিবাদে রাস্তায় নেমেছে। আগামী দিনেও এলাকায় এলাকায় তীব্র প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানিয়েছেন কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ-সভাপতি সমরেশ ব্যানার্জি।