দুর্গাপুরে পরিবর্তন যাত্রার রথের দ্বিতীয় দিনের সূচনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ফেব্রুয়ারীঃ
দুর্গাপুরে পরিবর্তন যাত্রা রথের দ্বিতীয় দিনে সূচনা হল শনিবার। এদিন বিজেপি আসানসোল সাংগঠনিক জেলায় দ্বিতীয় দিনে পরিবর্তন যাত্রার সূচনা করলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। এছাড়াও ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী দীপ্তাংশু চৌধুরী। এই পরিবর্তন যাত্রা এদিন দুর্গাপুরের পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রগুলিতে ঘোরে। এরপর দুপুরে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে পরিবর্তন যাতার রথ পৌঁছোনোর পর সেখানে সভাও করা হয় দলের পক্ষ থেকে।
প্রসঙ্গতঃ বুদবুদ থানা এলাকা থেকে পরিবর্তন যাত্রা শুরু করে গতকাল রাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকা ঘুরে রাতে দুর্গাপুর ইস্পাত নগরীতে ঢোকে রথটি। সেখানে দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালা থেকে আজ সকালে ফের যাত্রা শুরু হয়ে রথটি মেন হাসপাতাল, আশিষ মার্কেট, লিংক রোড, মেনগেট, ভিরিঙ্গি মোড়, বেনাচিতি পাঁচমাথা মোড়, চুয়ান্ন ফুট, সিটি সেন্টার, গান্ধী মোড়, মায়াবাজার হয়ে দুর্গাপুর স্টেশন কাছে সভা করে দুর্গাপুর ব্যারেজ হয়ে বাঁকুড়ার দিকে রওনা দেয় এই পরিবর্তন যাত্রা রথটি। ফের ২৬ শে ফেব্রুয়ারি রানীগঞ্জ হয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলায় এই পরিবর্তন যাত্রা রথে আসবে।