বেনাচিতি বাজারে দুষ্কৃতির ভোজালির কোপে জখম এটিএম রক্ষী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ফেব্রুয়ারীঃ
ভোজালির কোপে গুরুতর জখম হলেন একজন নিরাপত্তারক্ষী। দুষ্কৃতি হানার এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজারে। আহত ওই নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জয়ন্ত বাউড়ি নামে ওই নিরাপত্তারক্ষী দুর্গাপুরের ভিড়িঙ্গীর বাসিন্দা। বেনাচিতির বাজারের ভেতরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখার এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। শনিবার রাতেও তিনি ওই কাউন্টারের ভেতরে নিজের ডিউটিতে ছিলেন। আনুমানিক রাত ১২টা৩০ থেকে ১টার মধ্যে বাইকে করে এক দুষ্কৃতি এসে সোজা ওই এটিএম কাউন্টারের ভেতর ঢুকে জয়ন্তবাবুর উপর হামলা করে। ভোজালি দিয়ে আঘাত করে। ভোজালির আঘাত লাগে জয়ন্তবাবুর মাথায় ও গলায়। ঘটনা ঘটিয়েই পালিয়ে যায় ওই দুষ্কৃতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এ-জোন ফাঁড়ির পুলিশ। জখম ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে কি কারনে এই দুষ্কৃতি হানা তা এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান এই আক্রমনের পেছনে কোনো ব্যাক্তিগত আক্রোশ রয়েছে। কারন দুষ্কৃতি হানা কেবলমাত্র জয়ন্ত বাউরির উপরেই আক্রমন হয়েছে, এটিএম কাউন্টার থেকে কোনো টাকা লুটের চেষ্টা চালায়নি ওই দুষ্কৃতি। তবে প্রকৃত কারন জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।