প্রত্যাহার করা হল দুর্গাপুরের সেন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত, শীঘ্রই আসছে বিকল্প ব্যবস্থা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮মার্চঃ
অবুঝ ক্রেতাদের কাছে হার মেনেও ফের ক্রেতাদের অসুবিধার কথা ভেবে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলো দুর্গাপুরের সেন মার্কেট বাজার ব্যবসায়ী সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার আর লকডাউনের প্রধান শর্তই হল বাইরে না বেরিয়ে ঘরের মধ্যে থাকা, আর একান্ত প্রয়োজনে বাইরে বেরোলেও একে অপরের সাথে অন্তত এক মিটার দুরত্ব বজায় রাখা। কিন্তু দুর্গাপুরের এই মার্কেটে সকাল হতেই দেখা যেত কাতারে কাতারে ক্রেতাদের ভিড়, যেখানে তাদের মধ্যে এক মিটার দুরত্ব তো দূর, একে অপরের বলতে গেলে গা ঘেষে দাঁড়িয়ে কেনাকাটা করা হচ্ছিল। ভিড় না বাড়িয়ে একে অপরের মধ্যে দুরত্ব বজায় রাখার জন্য বাজার সমিতির পক্ষ থেকে বারংবার মাইকিং করে বলা হলে, ক্রেতাদের সচেতন করা কোনো মতেই সম্ভব হচ্ছিল না বলে গত বুধবার ঘোষণা করা হয়েছিল আজ অর্থাৎ শুক্রবার থেকে সেন মার্কেটের বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে বাজার বন্ধ হয়ে গেলে ক্রেতারা খুবই সমস্যার মধ্যে পড়বে, সেই বিষয়টিও ভাবাচ্ছিল দুর্গাপুর মহকুমা প্রশাসন সহ বাজার সমিতির সদস্যদের। তাই তাঁরা ভাবনা চিন্তা করে অন্য পন্থা বের করেন। মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে, ওই মার্কেটের কাছাকাছি রয়েছে কল্পতরু মেলা ময়দান ও মার্কেট সংলগ্ন একটি মাঠ। বাজারটির বিক্রেতাদের যদি দুভাগে ভাগ করে ওই দুটি মাঠে বসানো হয় তাতে হয়ত একে অপরের মধ্যে সতর্কতা মূলক দুরত্ব বজায় রাখা সম্ভব হবে আর তাতে করোনা ভাইরাসের সংক্রমণকেও সম্ভবত এড়ানো সম্ভব হবে। এখন বিষয়টি কতটা কার্যকরী করে তোলা সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে দু তরফেই।