‘খেলা হবে, লড়াই হবে’ শ্লোগানে কাঁকসায় বিশাল বাইক মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২১ফেব্রুয়ারীঃ
‘খেলা হবে লড়াই হবে’ এই শ্লোগান দিয়ে কাঁকসার বিহার পুর থেকে রাজবাঁধ পর্যন্ত কয়েক হাজার বাইক নিয়ে বাইক মিছিল করলেন কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী। একটু পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন কাঁকসার বিহারপুর থেকে মিছিল শুরু করে কাঁকসার বামনাবেড়া,মানিকআরা গ্রাম প্রদক্ষিণ করে কাঁকসার রাজবাঁধে এসে মিছিল শেষ হয়।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, যুব তৃণমূলের ব্লক সহ সভাপতি সমরেশ ব্যানার্জি, তৃণমূল নেতা চিনময় মন্ডল, রাজেশ কোনার সহ অন্যান্যরা।