রাজ্যে আটকে পড়া কর্ণাটকের ৩১ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে গুরুদ্বয়ারায় থাকার ব্যবস্থা করল কাঁকসা পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৭মার্চঃ
কর্নাটকের ৩১ জনকে কাঁকসা ২ নং জাতীয় সড়কের থেকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করল কাঁকসা থানার পুলিশ। এরা কেরল যাবার উদ্দেশ্যে বেরিয়ে ছিল কিন্তু সব বন্ধ থাকায় আটকে পরে মাঝ পথে। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে কেরলের বাসিন্দাদের। সাথে গুরুদ্বয়ারায় তাদের থাকা খাওয়া ব্যবস্থা করে পানাগড় বাজারে শিখ সম্প্রদায়ের মানুষজন।
কর্ণাটকের এই ৩১জন বাসিন্দা পেটের দায়ে পশ্চিম বঙ্গের একাধিক জেলায় জেলায় থালা বাসন বিক্রি করে। কৃষ্ণনগরে সেই মতো ফেরি করার উদ্দেশ্যে ছিলেন। তারপর তারা বর্ধমান স্টেশনে আসেন। এরপর শুরু হয় লক ডাউন। ৩১জন এরপর পায়ে হেঁটে কর্ণাটক যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর বর্ধমান থেকে পায়ে হেঁটে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কাঁকসার বাঁশকোপা টোলপ্লাজায় এসে পৌঁছয়। এখানে এসে পৌঁছনোর পর অসুস্থ হয়ে পড়েন তাঁরা। এদের মধ্যে গর্ভবতী মহিলারাও আছেন। খবর পায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সকলকে উদ্ধার করে পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায়। পরে পানাগড় গুরুদ্বয়ারার সকলের থাকা খাওয়ার দায়িত্ব নেন। অপরদিকে কাঁকসা থানার আই সি অর্ণব গুহ সকলকে মাস্ক এবং জীবাণুমুক্ত সাবান দেন সাথে আজ নিজের হাতে খাবার তুলে দেন।