পেট্রোল সহ পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ পান্ডবেশ্বরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬ফেব্রুয়ারীঃ
লাগাম ছাড়া উত্তোরত্তর বড়েই চলেছে পেট্রোল, ডিজেল ও পেট্রোপন্যের দাম। নাভিশ্বাস উঠছে নিম্মবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের। হেলদোল নেই কেন্দ্র সরকারের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ ও প্রতিবাদ সভা আয়োজিত হলো । পান্ডেভস্বর ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে ডিভিসি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । এই দিন এই পথ অবরোধ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই দিন ১৫ মিনিট পথ অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। এই অবরোধের কারণে যে সমস্ত যাত্রীবাহী বাস ছিল সে সমস্ত বাসের প্যাসেঞ্জারদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে জানান ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এইদিন প্রতিবাদ সভায় কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থক উপস্থিত ছিলো।