মেনগেট সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ফেব্রুয়ারীঃ
রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ও এখনো প্রকাশ হয়নি। তার অনেক আগেই রাজ্যে পৌঁছে গেছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের রুটমার্চ করতেও দেখা যাচ্ছে প্রতিনিয়ত। ভোটারদের আশ্বস্ত করতে ও এলাকা সম্পর্কে ওয়াকিবহাল হতেই আগে থেকে বাহিনীর আগমন বলে প্রশাসন সূত্রে খবর। বৃহসপতিবার থেকে দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এরপরে ফের আজ অর্থাৎ শুক্রবার এবার খোদ শহর দুর্গাপুরে বিভিন্ন থানা এলাকায় পুলিশকে সাথে নিয়ে রুটমার্চ করতে দেখা গেল এই আধা সামরিক বাহিনীকে। দুর্গাপুর থানা এলাকার মেনগেট, নিউ টাউনশিপ থানার অন্তর্গত জেমুয়ায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। ভোটারদের মনোবল বাড়াতে এলাকার মানুষদের সাথে কথা বলেন তাঁদের ভোট দিতে যাওয়ার কোনো সমস্যা রয়েছে কি না। তাদেরকে কেউ প্রভাবিত বা ভয় দেখাচ্ছে কি না।