পানাগড় স্টেশন পরিদর্শণে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৬ফেব্রুয়ারীঃ
খানা জংশন থেকে আসানসোল যাওয়ার পথে শুক্রবার পানাগড় স্টেশনে পরিদর্শন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি। এদিন পানাগড় স্টেশনে এসে বিভিন্ন দপ্তরের বিষয় খতিয়ে দেখেন।
পাশাপাশি জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি জমা দেওয়া হল কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে। পানাগড় স্টেশনে একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ সহ পানাগর রেলপার যাওয়ার রেল গেটে ফ্লাইওভারের দাবি সহ রেলপার ট্যাংকি তলা সংলগ্ন এলাকায় রেলের টিকিট কাউন্টার ও রিজার্ভেশন এর জন্য কাউন্টার অতিরিক্ত সময় পর্যন্ত খুলে রাখার দাবি নিয়ে কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয় জিএম এর কাছে। জেনারেল ম্যানেজার দাবিগুলো খতিয়ে দেখে যতটুকু তার সাধ্যমতো করা যায় তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন কংগ্রেস ও বিজেপির প্রতিনিধিদের।