রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত, পশ্চিম বর্ধমানে ২৬ এপ্রিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ফেব্রুয়ারীঃ
২০২১ এর বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যের দিনক্ষন ঘোষণা করা হল শুক্রবার। মোট আট দফায় ভোট গ্রহণ রাজ্যে। ভোট শুরু হবে ২৭ মার্চ, শেষ হবে ২৯ এপ্রিল, আর নির্বাচনের ফল প্রকাশিত হবে ২মে। পশ্চিম বর্ধমানে নয়টি বিধানসভা কেন্দ্র আর এই নয়টি কেন্দ্রে ভোট হবে ২৬ এপ্রিল। ইতিমধ্যেই ভোটযুদ্ধের মহারনের প্রস্তুতি স্বরূপ রাজ্যে ২০ ফেব্রুয়ারী থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহনী আসতে শুরু করে, শুরু করে দেয় রুটমার্চও যেখানে তখনও পর্যন্ত্য নির্বাচনের দিন ঘোষণা হয়নি। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনাও শুরু হয় যে নির্বাচনের ইতিহাসে এই প্রথম ঘটনা যেখানে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। ওঠে প্রশ্নও যে এত তাড়াহুড়োর কারন কি ছিল? শুধু এই নির্বাচনে প্রার্থী কারা হচ্ছে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। তবে এত দীর্ঘ সময় ধরে এই রাজ্যে ভোটের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভুমিকায়।