অন্ডালে পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৬ফেব্রুয়ারীঃ
বৃহস্পতিবার পান্ডবেশ্বরের কেন্দ্র পঞ্চায়েত এলাকায় পর শুক্রবার অন্ডাল এলাকায় রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান-রা । অন্যান্য এলাকাতেও রুটমার্চ হবে বলে পুলিশ সূত্রে খবর ।
শুক্রবার রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলেও তাঁর আগে অর্থাৎ ২০ ফেব্রুয়ারী থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের রুটমার্চ করতেও দেখা যাচ্ছে প্রতিনিয়ত। ভোটারদের আস্বস্ত করতে ও এলাকা সম্পর্কে ওয়াকিবহাল হতেই আগে থেকে বাহিনীর আগমন বলে প্রশাসন সূত্রে খবর । পশ্চিম বর্ধমান জেলায় ইতিমধ্যে পৌঁছে গেছে পাঁচ কোম্পানি বাহিনী, তার মধ্যে দু কোম্পানি দুর্গাপুর মহকুমা ও তিন কোম্পানি আসানসোল। বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা পঞ্চায়েতের রামনগর সহ অন্যান্য এলাকায় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করে। শুক্রবার সকালে অন্ডাল থানার উখরা ও খাঁন্দরা পঞ্চায়েত এলাকায় বাহিনীর জাওয়ানদের রুটমার্চ হয়। বাহিনির জওয়ানদের সাথে উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি শ্বান্তনু অধিকারী, উখড়া আউটপোস্ট এর আধিকারিক পলাশ মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা । রাস্তায় দাঁড়িয়ে কৌতুহলী জনতা লক্ষ্য করে বাহিনীর রুটমার্চ। কয়েকদিনের মধ্যেই অন্ডাল থানার অন্যান্য পঞ্চায়েত এলাকায় রুটমার্চ হবে বলে থানা সূত্রে খবর।