পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজবাঁধে তেল সংস্থার গেটের সামনে বিক্ষোভ তৃণমূলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(রাজবাঁধ), ২৭ফেব্রুয়ারীঃ
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁকসার রাজবাঁধ এলাকার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।কাঁকসার রাজবাঁধ বাস স্ট্যান্ড থেকে মিছিল করে রাজবাঁধের সমস্ত রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা।
মিছিল শেষে HPCL গেটের সামনে একটি পথসভা করেন তৃণমূল কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন “পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা পথে নেমেছেন এবং রাজবাঁধ এর রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। যতদিন না পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।”