ডায়রিয়ার প্রকোপ দুর্গাপুরে, আক্রান্ত ৭০ জন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ফেব্রুয়ারীঃ
গরম পড়তেই ডায়েরিয়াতে আক্রান্ত দুর্গাপুর নগর নিগমের ৭০ জন বাসিন্দা। তাদের মধ্যে ৬ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে আজ এই এলাকায় মেডিক্যাল টিম যাওয়ার সঙ্গে সঙ্গে বলা হয় যে ২২ জন আক্রান্ত।।
গরম পড়তেই ডায়েরিয়ার প্রকোপ দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডের শোভাপুর,মহুয়াবাগান এলাকায়। প্রায় ৭০ জন আক্রান্ত ডায়েরিয়ায় বলে জানায় স্থানীয়রা। তাদের মধ্যে অনেকেই বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও ২ জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।শনিবার ওই এলাকায় দুর্গাপুর নগর নিগম ও মহকুমা হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল টিম পাঠানো হয়।
ওই ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ নিজামুদ্দিন জানান, এই এলাকার মানুষেরা কুয়োর জল পান করে।এই কুয়োর জল পান করেই এই রোগের প্রকোপ বলে মনে করা হচ্ছে। মেডিক্যাল টীম এসেছে।অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি।
অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের মেডিক্যাল অফিসার ডাঃ দেবব্রত সাহানা জানান, আজ শুনলাম যে কয়েকজন আক্রান্ত। সংখ্যাটা ২২ জনের মত হবে।দুজন ভর্তি।জল পরীক্ষা করা হবে।সকাল থেকেই ২ নম্বর ওয়ার্ডের শোভাপুর,বিজড়া,মহুয়াবাগান এলাকার বাসিন্দারা অনেকেই স্বাস্থ্যপরীক্ষা শিবিরে আসেন।