দুর্গাপুরে বেসরকারী কারখানায় দুষ্কৃতি তান্ডব, ছুরিকাঘাতে জখম নিরাপত্তারক্ষী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ফেব্রুয়ারীঃ
দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকে একটি বেসরকারী ইস্পাত কারখানায় দুষ্কৃতি হানার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দুষ্কৃতিদের বাধা দিতে গেলে জখম হন ওই কারখানার এক নিরাপত্তারক্ষী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কারখানার জেনারেল ম্যানেজার নবীন কুমার পট্টনায়ক জানান শনিবার দিন ভোর ৩টে নাগাদ ২৫-৩০ জনের এক দুষ্কৃতির দল ওই কারখানার পাঁচিল ভেঙ্গে ঢোকে। দুষ্কৃতিদের কাছে আগ্নেয়াস্ত্র না থাকলেও তাদের সাথে ধারালো অস্ত্র ছিল বলে জানান নবীন বাবু। তিনি বলেন ওই দুষ্কৃতিরা কারখানায় ঢুকে প্রথমে কারখানার নিরাপত্তারক্ষীদের গলায় ছুরি ধরে। এরপর দুষ্কৃতিদের মধ্যে কয়েকজন কারখানার ভেতর তান্ডব চালায়। ডাকাতিতে বাধা দিতে গেলে দুষ্কৃতিদের ধারালো ছুরিতে জখম জন অজিত কুমার নামে এক নিরাপত্তারক্ষী। তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে দুষ্কৃতিরা লুটপাট চালিয়ে চলে যাওয়ার পর খবর দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশকে। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। কারখানা কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে দুষ্কৃতিরা আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের সামগ্রী নিয়ে গেছে।
প্রসঙ্গতঃ এর আগেও এই কারখানায় চুরির ঘটনা ঘটেছিল। তবে এবারের ঘটনাটি বেশ বড়, আর এই ঘটনার তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ।