দলের বিরুদ্ধাচরনের কারনে বুদবুদে বহিষ্কার ৩ বিক্ষুব্ধ বিজেপি কর্মী
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২৮ফেব্রুয়ারীঃ
দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে আদি বিজেপির নাম দিয়ে দেওয়াল লিখনের জন্য ও দলের বিরুদ্ধাচরনের জন্য বুদবুদের সোঁয়াই গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা স্মৃতিকান্ত মন্ডলকে এক বছরের জন্য সাসপেন্ড করা হল রাজ্য বিজেপির পক্ষ থেকে।
বিজেপি সূত্রে খবর গত ২৪ ফেব্রুয়ারী বর্ধমান সদরের জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বর্ধমান সদর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আদি বিজেপি নামে দেওয়াল লিখন শুরু করে শ্রীকান্ত মন্ডল ও বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এর পরেই রাজ্য বিজেপি নেতৃত্ব জেলা সভাপতি সন্দীপ নন্দীকে সরিয়ে তার জায়গায় নতুন জেলা সভাপতির দায়িত্ব দেয়া হয় অন্য জনকে।
পাশাপাশি দলের বিরুদ্ধে কার্যকলাপ করার জন্য স্মৃতিকান্ত মন্ডল, উত্তম চৌধুরী, সাগ্নিক সিকদার এক বছরের জন্য সাসপেন্ড করা হল রাজ্য বিজেপির তরফে।
স্মৃতিকান্ত মন্ডল জানিয়েছেন তিনি মৌখিকভাবে বিষয়টি জানতে পেরেছেন তবে এখনো তার কাছে কোনো লিখিত ভাবে বিষয়টি আসেনি। এই মুহূর্তে তারা কোন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেননি তবে শীঘ্রই সকলকে নিয়ে বৈঠক করে আগামী দিনে তারা কি করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।