পঃ বর্ধমান জেলার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৮ফেব্রুয়ারীঃ
বেজে গেছে ২০২১ এর বিধানসভা নির্বাচনের ঘণ্টা। প্রকাশিত হয়েছে ভোটের নির্ঘন্ট। এবার নির্বাচনের প্রার্থী তালিকার দিকে তাকিয়ে সকলে। নিজের নিজের কেন্দ্রে কারা হবে প্রার্থী তা নিয়ে সব মহলেই রয়েছে টান টান উত্তেজনা। পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে নয়টি বিধানসভা কেন্দ্র আর এই কেন্দ্রগুলিতে শাসক বিরোধী দলগুলির হয়ে কারা ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে তা নিয়ে যখন চলছে জোর জল্পনা, পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষিত না হলেও সুত্র মারফত পাওয়া খবরে জানা যাচ্ছে শাসক দলের হলে প্রতিদ্বন্দ্বিতা করতে ভোট ময়দানে যারা যারা নামতে চলেছেন তাঁরা হলেন
দুর্গাপুর পূর্ব- অনিন্দিতা মুখার্জী
দুর্গাপুর পশ্চিম- বিশ্বনাথ পারিয়াল
পান্ডবেশ্বর- নরেন্দ্রনাথ চক্রবর্তী
রানীগঞ্জ- জিতেন্দ্রনাথ তিওয়ারী
জামুড়িয়া- অভিজিৎ ঘটক/ কোনো তারকা
আসানসোল দক্ষিন- তাপস বন্দোপাধ্যায়
আসানসোল উত্তর- মলয় ঘটক
কুলটি- উজ্জ্বল চট্টোপাধ্যায়
বারাবনী- বিধান উপাধ্যায়
যদিও তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা অসমর্থিত সুত্র মারফত পাওয়া গেছে। তবে এই মুহূর্তে সব থেকে চর্চিত কেন্দ্রটি হল পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রটি। কারন রাজনৈতিক মহলে সকলেরই জানা যে বিধায়কের সাথে ব্লক সভাপতির একটা স্নায়ু যুদ্ধ সব সময় সেখানে কাজ করত, যার বহিঃপ্রকাশ ঘটল মাস কয়েক আগে আচমকাই যখন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। পান্ডবেশ্বর ব্লকে বিধায়কের দপ্তরের দখল নেওয়া থেকে শুরু করে বিধায়কের কুশপুতুল পোড়ানো, এমনকি ওই ব্লকে ঢুকলে বিধায়কের পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়া পর্যন্ত্য বিষয়টি গড়িয়েছিল। ফলে এবারে বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রটিতে কি আবারও জিতেন্দ্র তিওয়ারীই টিকিট পাবেন নাকি, এবারে নরেন্দ্রনাথ বাবুর উপর দায়িত্ব পড়বে ওই কেন্দ্রে ঘাস ফুল ফোটানোর, তাই নিয়ে চ্লছে জল্পনা। তাছাড়া বিস্বস্ত সুত্রে জানা গিয়েছে আজ রবিবার নরেন্দ্রনাথ বাবু তারাপীঠে গিয়ে মায়ের পুজোও দিয়ে এসেছে। এই পুজো দেওয়াকে কেন্দ্র করে তার ভোটে দাঁড়ানোর বিষয়ে জল্পনা আরো জোরদার হয়েছে। তবে এখন দেখার বিষয়ে আখেরে এই নয়টি কেন্দ্রে কাদের নিয়ে ঘুঁটি সাজাতে চলেছে রাজ্য নেতৃত্ব।