পৈশাচিক ঘটনা দুর্গাপুরে, ৪ সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে হত্যা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১মার্চঃ
চারটি সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে মারার অভিযোগ উঠল দুর্গাপুরের আর আই পি প্লট শিল্পতালুক এলাকায় এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তি ওই শিল্পতালুকে একটি কারখানায় নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত।
জানা গিয়েছে, গতকাল রবিবার ছুটির দিন থাকায় ওই শিল্পতালুকে লোকজনের যাওয়া আসা কম ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত নিরাপত্তারক্ষী আশীষ ব্যানার্জী পাঁচটি সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে দেয়। বিষয়টি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনাস্থলে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই নারকীয় ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে গেছে যার থেকে অভিযুক্ত ব্যাক্তিকে চিহ্নিত করা গেছে। সোমবার সকালে একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে একটি শাবককে অন্যান্য নিরাপত্তারক্ষীরা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। বিষয়টি দুর্গাপুর মহকুমা শাসককে জানানো হয়েছে। তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।