রাতে বাড়ি থেকে বেরিয়ে ঘরে ফিরল নিথর দেহ
admin
March 1, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১মার্চঃ
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পানাগড় গ্রাম সংলগ্ন ক্যানেলপার এলাকায়। মৃতের নাম সুকুমার প্রসাদ(২৯)।
স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে কাঁকসা থানায় খবর দিলে, ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় বাড়িতে অশান্তি করার পর বাড়ি থেকে বেরিয়ে যান সুকুমার বাবু। রাতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।সকালে খবর পেয়ে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের সদস্যরা।