কাঁকসা ব্লকে নির্বাচনী বিধি নিষেধ সংক্রান্ত বৈঠক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১মার্চঃ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাঁকসার ব্লক আধিকারিকের দপ্তরে কাঁকসা ব্লকের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব গুহ।
ইতিমধ্যেই নির্বাচনী বিধি নিষেধ লাগু হয়েছে ফলে রাজনৈতিক সভা-সমাবেশ করতে গেলে কিভাবে রাজনৈতিক দলগুলি সভা বা মিছিল করার অনুমতি পাবে বা কোন কোন বিষয়গুলির ক্ষেত্রে নিষেধ থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। এছাড়াও বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখা হয় আসন্ন নির্বাচনে যাতে শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোট দিতে পারে এবং এলাকায় যাতে শান্তি বজায় থাকে প্রশাসনের কাছে সেই আবেদন করেছে বিজেপি ও কংগ্রেস।