অন্ডালে কোলিয়ারীতে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ সহকর্মীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১মার্চঃ
কর্মরত অবস্থায় খনি শ্রমিকের মৃত্যু ঘিরে ছড়াল উত্তেজনা। সোমবার ঘটনাটি ঘটে ইসিএলের কেন্দ্রা এরিয়ার ছোঁড়া ৭/৯ কোলিয়ারিতে। মৃত শ্রমিকের নাম অরূপ মন্ডল (৪৫)।
কোলিয়ারী সূত্রে খবর অরূপ বাবু অন্যান্য দিনের মতো এদিন সকালে কাজে যোগ দেন। কিছুক্ষণ পর শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে নিয়ে কোলিয়ারীর চিকিৎসকের কাছে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় কোলিয়ারী চত্বরে। মৃতের নিকট আত্মীয়কে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় সহকর্মীরা। কর্তৃপক্ষ দাবি মেনে নিলে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।