যুবকের রহস্যময় মৃত্যু, পাতকুঁয়ো থেকে উদ্ধার মৃতদেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২মার্চঃ
পাতকুঁয়ো থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। মঙ্গলবার দেহটি উদ্ধার হয় পান্ডবেশ্বরের নবগ্রামের ডাঙ্গাল এলাকা থেকে। মৃত যুবকের নাম কিষান বাউরি (২৫) ।
স্থানীয় সূত্রে জানা গেছে নবগ্রামের বাসিন্দা কিষাণ বাউরি গত দুই তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান মেলেনি। স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে নবগ্রামের ডাঙ্গাল এলাকায় পাতকুঁয়োর মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পাতকুঁয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করে। সেটি কৃষনের মৃতদেহ বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।