পানাগড়ে বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন
admin
March 2, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২মার্চঃ
পানাগড় গ্রামের বারুই পাড়ায় এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবতঃ শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয় নি বলেই জানা গেছে।