জিতেন্দ্র তিওয়ারী দল ছাড়ার পরেই পান্ডবেশ্বরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৩মার্চঃ
জিতেন্দ্র তেওয়ারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরই পান্ডবেশ্বরে প্রহৃত বিজেপি কর্মী। অভিযোগের তির তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীদের বিরূদ্ধে। গুরুতর আহত দুই বিজেপি কর্মী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
দুই বিজেপি কর্মীর নাম কমলেশ পাসোয়ান ও রমেশ পাসোয়ান। গতকাল সন্ধ্যেয় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী বিজেপিতে যোগদানের পর পান্ডবেশ্বরের ছোড়া ৭ নং পিট এলাকায় বিজেপি কর্মীরা উৎসাহিত হয়ে দলের পতাকা লাগাচ্ছিল। অভিযোগ , সেসময়ই তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী প্রায় ১০-১২ জন যুবক এসে তাদের ওপর চড়াও হয়। লোহার রড , বাঁশ , লাঠি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলায় গুরুতর জখম হন স্থানীয় বিজেপি কর্মী কমলেশ পাসোয়ান। দাদাকে বাঁচাতে এসে জখম হন রমেশ পাসোয়ান। দুজনকেই গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলেশের পায়ে , কানে হাতে গুরুতর চোট রয়েছে , রমেশের মাথায় চোট আছে। কমলেশের অভিযোগ , হামলাকারীরা প্রত্যেকেই স্থানীয় অবৈধ কয়লা ব্যাবসায় জড়িত।
অন্যদিকে পান্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এটি বিজেপির অন্তর্কলহের ফল। তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পান্ডবেশ্বর এলাকায়।