“শিল্পাঞ্চল এখনও সুরক্ষিত”- করোনা নিয়ে দুর্গাপুরবাসীদের আস্বস্ত করলেন নতুন জেলাশাসক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০ এপ্রিলঃ
শশাঙ্ক শেঠির পর এবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক পদের দায়িত্বভার গ্রহন করেছেন পূর্ণেন্দু মাজি। দায়িত্ব গ্রহনের পর </strong><strong>আজ সোমবার দুর্গাপুরে এসে করোনা সহ লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখে শিল্পাঞ্চলবাসীদের করোনা নিয়ে আস্বস্ত করলেন তিনি। বললেন করোনা নিয়ে আতঙ্কিত নয়, সচেতন হোন তবেই করোনার সংক্রমণ এড়ানো সম্ভব। তবে করোনা মোকাবিলায় পশ্চিম বর্ধমান জেলা প্রস্তুত। এখনও পর্যন্ত্য এই জেলা সুরক্ষিত। শিল্পাঞ্চলবাসী যদি সচেতন হোন রাহলে এই জেলা পুরোপুরি করোনা মুক্ত জেলা হয়েই থাকবে।
এদিন দুর্গাপুরের ভিড়িঙ্গি টি এন স্কুল পরিদর্শন করে নতুন জেলাশাসক কোকওভেন থানার অন্তর্গত শ্রেয়শী লজে যেটিকে কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই লজ পরিদর্শণ করেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি। উল্লেখ্য ওই লজে লকডাউনের জন্য বেশ কিছু পরিযায়ী শ্রমিক যারা ভিনরাজ্যের বাসিন্দা ছিলেন তাদের রাখা হয়েছিল। দিন কয়েক আগে তাদের সুস্থতার শংসাপত্র দিয়ে যার যার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় মহকুমা প্রশাসন, কোকওভেন থানার পুলিশ ও ৪নং বোরো কমিটির উদ্যোগে। এরপর সেখান থেকে তিনি সোজা চলে যান দুর্গাপুর ব্যারেজের কাছে রাজ্য সরকারের যুব আবাসনে। সেই আবাসনের ব্যবস্থাওপনা দেখে যথেষ্ট সন্তুষ্ট জেলাশাসক। </strong>
<নতুন জেলাশাসক পূত্তণেন্দু মাজি জানান যে, “আমরা আজ মূলতঃ দুর্গাপুরের বিভিন্ন জায়াগা ঘুরে দেখলাম যে মানুষজন লকডাউনের নিয়ম ঠিক মতো মানছেন কিনা। সাথে এও খতিয়ে দেখলাম যে বাইরে যারা বেরোচ্ছেন ঠিক মতো মাস্ক পড়ছেন কিনা।” সব কিছু দেখে তিনি দাবি করেন যে, দুর্গাপুর এখনও পর্যন্ত্য করোনা থেকে সুরক্ষিত রয়েছে।
এদিন জেলাশাসকের সাথে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা সহ অন্যান্য পদস্থ প্রশাসনিক আধিকারিকগণ।