মিনিবাস কর্মীকে মারধরের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, প্রতিবাদে দুর্গাপুরে বাস বন্ধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ৫মার্চঃ
এক সিভিক ভলাটিয়ারের বিরুদ্ধে মিনিবাস কন্ডাক্টারকে মারধরের অভিযোগে বাস পরিষেবা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন মিনিবাস কর্মীরা। ঘটনাটি ঘটে দুর্গাপুরের বেনাচিতি এলাকায়।
মিনিবাস কর্মীরা জানান, শুক্রবার সকালে বেনাচিতির নাচন রোড এলাকায় এক মিনিবাস চালকের সাথে বচসা বাধে এ-জোন ফাঁড়ির দুই সিভিক ভলান্টিয়ারের। অভিযোগ বচসার মাঝেই খোকন বাউড়ি ও ভোলা সাউ নামে কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার ঐ মিনিবাসের কন্ডাক্টার সুশান্ত ঘোষকে বেধড়ক মারধর করে। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এদিকে বিষয়টি জানাজানি হতেই প্রান্তিকা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মিনিবাস কর্মীরা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় এ-জোন ফাঁড়ির সামনেও। যতক্ষণ না দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
মিনিবাস কর্মীদের দফায় দফায় আন্দোলনের জেরে হয়রানির শিকার হন নিত্যযাত্রী থেকে পথচলতি মানুষকে। পরে পুলিশের আশ্বাসে আন্দোলন তুলে নেযন মিনিবাস কর্মীরা। তবে বাস পরিষেবা স্বাভাবিক করা হয়নি।