দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাসে অসুস্থ ১০, অশাঙ্কাজনক ১
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ৬মার্চঃ
ফের দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর দুর্ঘটনা। এবার কারখানায় বিষাক্ত গ্যাসের জেরে অসুস্থ হয়ে পড়লেন ১০ জন কর্মী যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা ৪০ নাগাদ গ্যাস ক্লিনিং প্ল্যান্টে কাজ চলাকালীন আচমকাই বিষাক্ত গ্যাস ( কার্বন মনোক্সাইড যুক্ত ব্লাস্ট ফার্নেস গ্যাস} লিক করে। সেখানে যে ছয় সাত জন কর্মী কাজ করছিলেন তাঁরা সেই গ্যাসে আক্রান্ত হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে আরো চারজন কর্মী ওই গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে খবর দেওয়া হয় প্ল্যান্ট মেডিক্যালে। সেখান থেকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। অসুস্থ দশজনকে উদ্ধার করে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নয়জনকে ছেড়ে দেওয়া হলেও মেঘনাথ মন্ডল নামে একজন কর্মীর অবস্থা গুরুতর হয়ে পড়ায় তাঁকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অসুস্থ কর্মীরা হলেনঃ-
মেঘনাথ মন্ডল
রাজেন্দ্র কুমার রায়
মহঃ কে খান
এস রাউত
প্রতাপ চন্দ্র পান্ডে
সন্তোষ গোপ
কৌশিক সাহা
সকলদীপ পাসওয়ান
পি সরকার
কারখানা সুত্রে জানা গিয়েছে অসুস্থ এই দশজনের মধ্যে একজন আধিকারিক, সাতজন স্থায়ী কর্মী ও বাকি দুজন ঠিকা কর্মী। এদিনের এই দুর্ঘটনায় ক্ষোভের সঞ্চার হয় কর্মীদের মধ্যে।
আইএনটিটিইউসি নেতা স্নেহাশিষ ঘোষের অভিযোগ কারখানার ভিতর দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কর্মীদের জীবনের কোনো মূল্য যে কর্তৃপক্ষের কাছে নেই তা আরো একবার প্রমানিত। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করছেন অথচ কারখানার তরফে যতটা সুরক্ষা কর্মীদের দেওয়া উচিত সে ব্যাপারে উদাসিন কর্তৃপক্ষ।